ভালো থাকা যায় কী উপায়ে?
কাউকে ভালো না বাসলেই ভালো থাকা যায়।
ইতোমধ্যে ভালোবেসে ফেলেছি, এখন কী হবে?
ভালো এবং মন্দ মিলে হবে জীবনের বহমান মানে…
** আসরের সকল কবির সুন্দর ও বহমান জীবন কামনা করে আমার বিন্দু পর্ব-১২ তে বিদায় নিচ্ছে। আমার জন্ম ১২ তারিখে তাই এ সংখ্যাটি উপহার দিয়ে বিন্দুর উপসংহার টানলাম।