একটি বারিবিন্দু, একটি মহাসিন্ধু
একটি মেঠোপথ একটি পাকারাস্তা,
একটি কুঁড়েঘর একটি বহুতল-
ওরা সমবেত কণ্ঠে বলছে
আমরা দেখেছি মুক্তিযুদ্ধ,
দেখেছি রক্তের সাথে অশ্রু মিলে
ধারণ করেছে এক ঐতিহাসিক রঙ!
আজ, স্বাধীন দেশের নাগরিক পরাধীন কেন?
যৌক্তিক জিজ্ঞাসা,
সঙ্গত সংগ্রাম,
অধিকার প্রতিষ্ঠিত হোক সর্বস্তরে।
সেথায় অতীতে অর্জিত স্বাধীনতার প্রতিষ্ঠিত ইতিহাসকে
ভুলে গিয়ে, মুছে দিয়ে নয়।
সংগ্রহশালা, প্রতিমা ও নিদর্শনকে
ধ্বংস করে স্বাধীনতার সাথে
সংকীর্ণতা জুড়ে দিয়ে নয়।
যুগল স্বাধীনতা হোক একে অন্যের অনুপ্রেরণা,
হোক একে অন্যের শক্তি;
হোক একে অন্যের পরিপূরক।