আগমনী আয়োজনে আবালবৃদ্ধবনিতা
জাগ্রত আছে, একই অর্থে।
এক মিনিট বয়সে
নির্মল উজ্জ্বল স্বপ্নময় নববর্ষ ২০১৯!!!
জন্মোত্তর কোমল দেহটুকু তোয়ালের উঞ্চতায় মোড়া।
এত রং এত আলো, এত ভালোবাসায়
বরণ করেছি যাকে;
যার আঁখিতে আঁখিতে বইয়ে দিয়েছি আনন্দস্রোত
সে যেনো সুন্দর থাকে, সম্মানে থাকে
থাকে মানুষের হয়ে।
আসন্ন তিনশ পঁয়ষট্টি দিনের এই বছরটি হোক
শান্তির বছর, সাম্যের বছর
সর্বকালের শ্রেষ্ঠ বছর!!!