অন্ধকারে চোখ দুটি খোলা থাকলেও-
কিছু দেখা যায় না ।
ঘন কালো সুড়ঙ্গে সুন্দর কিছু হারিয়ে গেছে…
বন্ধুরা,
বাড়িয়ে দাও
তোমাদের সন্ধানী হাত;
জ্বালিয়ে দাও আসন্ন দিনের জন্য, রঙিন আশার আলো ।
অম্লজানের অভাবে শ্বাসরুদ্ধ অন্তরকে-
নাচিয়ে দাও, বিশুদ্ধ বাতাসের দুরন্ত উল্লাসে !
আমিও থাকবো তোমাদের পাশে…