প্রতিবাদী ক্যামেরা
ক্রাইম স্পটে!
দেহ থেকে বিচ্ছিন্ন এক শ্রদ্ধেয় শিক্ষকের মস্তক
আর রাস্তায় গড়িয়ে পড়া
সতেজ রক্তের ছবি ধারণে ব্যস্ত!
অদৃশ্য নির্দেশে কিছু বুলেট সাংবাদিকের বুক ভেদ করল।

জাতীয় পত্রিকার প্রথম পৃষ্ঠায়
লাল রঙে-হেড লাইন;
সাংবাদিক সহ দুই নিরাপরাধীর নিথর দেহ!

হত্যাকারীরা সুস্থ শরীরে ঘুরে বেড়াচ্ছে
এখানেই!!
তাদেরকে ধরা যায়নি-
যাবে না!!!