হাঁটার গতিতে অর্জিত সফলতায়
ভরছিলো না মন।
লাফে লাফে চলবে, দ্রুত কথা বলবে
ফলের গায়ে রং লাগায়ে
ফল পাকিয়ে ফেলবে।

তৈলাক্ত বাঁশে, বানর এক লাফে এক মিটার উঠে
পরবর্তী লাফে দুই মিটার নেমেছিল।
মানব লাফে, মানুষ নেমেছে
শূন্যতে...শূন্যতে...
চলার পথটি পিচ্ছিল?
নাকি ধৈর্যব্যাংকে ডাকাতি হয়েছে?