চোখের সামনে দুটি চোখ
বুলেটের মতো প্রশ্ন নিক্ষেপ করছে আমার দিকে!
পৃথিবীতে কয়বার এসেছ?
বললাম, একবার।
সবচেয়ে বেশি কী দেখেছ?
-স্বার্থপর মানুষ।
সবচেয়ে কম কী দেখেছ?
-সৎ লোক।
দেখেও না দেখার ভান করেছ কি?
-ধনীদের চুরির পথ।
চোখ বন্ধ করে কী দেখতে?
-স্বপ্ন।
সারাজীবন চেষ্টা করেও দেখতে পাওনি কাকে?
-নিজেকে।
আয়নাতে কে আছে?
সে আমি নই, আমার নির্জীব প্রতিবিম্ব।
তার অন্তরে আমার আনন্দ-বেদনা অনুভূত হয় না;
হবে না কোনোদিন!