একটি মুখ দেখার জন্য
সামনে যাবো,
অবিরাম চেষ্টা, আজও অদেখা !
পাশে দাঁড়াতেই মুখের মালিক ঘুরে দাঁড়ায় ।
আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উৎপন্ন
প্রতিবিম্ব যখন কথা বলে;
মনোযোগী শ্রোতার সময় নষ্ট নয়,
স্পষ্ট হয়, ঐ ছায়ার ভাষা ।
কোথায় কিভাবে সে লিখে রাখে ?
ভাঙ্গা ঘুমের ছিন্ন পাতায় অক্ষরের নীরব কথায় ?
নাকি
অনুগ্রহের অন্তরে বিদ্রোহের সাদা কাগজে ?