আমি আর তুমি
দুজনের দুটি বুক
আসন্ন তিনটি বুলেট
তৃতীয়টি কার জন্য ?
আমার আছে মোম
আমার আছে আগুন
কোনটি নেবে ?
একমুখী পথের
উল্টো দিকে গেলে
কী হয় তার পরিণাম ?
ডিজিটাল সমাজের মিছিলে ওরা
সামাজিক মাধ্যমে বন্ধুত্ব করে
কেন অসামাজিক উপায়ে বন্ধন গড়ে ?
**** প্রতিটি প্রশ্নের উত্তর আছে আমার কাছে, পরে মিলিয়ে নেবো আপনাদের উত্তরের সাথে।