খোকন সোনার নয়ন ছিলো
স্বচ্ছ দুটি আয়না,
ঈদ এলেই ধরত খোকা
চন্দ্র ছোঁয়ার বায়না!

ঈদের দিনে সবার আগে
জাগত আমার খোকা,
নতুন পোশাক পরিয়ে দিতাম
দিতাম আতর ফোটা।

ঈদের নামাজ পড়তে যেত
বাবার হাতটি ধরে,
ঈদ সালামি পেয়ে পেয়ে
পকেট যেত ভরে।

মায়ের হাতের স্বাদের রান্না
ছেলের অনেক প্রিয়,
মা গো আজকে একটু খাবার
জেলখানায় পাঠিয়ো।

বিমান চালক হয়নি সন্তান
যায়নি চাঁদের দেশে,
স্বপ্ন পক্ষী হয় অলক্ষী
কারাকক্ষে এসে!



*** আসরের সকল এডমিন কবি আলোচক ও পাঠককে জানাই পবিত্র ঈদুল আজহা ২০২৪ এর শুভেচ্ছা।