চাল, ডাল আর নুনের খাদ্য তালিকায়
গত তিন দিন, শূন্য শূন্য আর শূন্য !
ক্ষুধাটা প্রথম প্রথম বিনয়ী ছিলো
এখন বড়ো অবাধ্য,
বড়ো যন্ত্রণাদায়ক !
টাকার বালিশে মাথা রেখে
ঘুমিয়ে থাকা কোটিপতি যারা ভাইরাসের মতো
রূপান্তরিত হয়, তাঁদের ঠিকানা চাই
বুলেট চাই,
ঐ বালিশ ফুটো করবো
দুটো টাকা আর দুমুঠো ভাতের জন্য !!!
(বুলেট দিয়ে বালিশ ফুটো করা = পর্দার আড়ালে সঞ্চিত অঢেল গোপন টাকার
খবর প্রকাশ করা, মানুষের কোন ক্ষতি করা নয়)