সূচনাতে অণুযোগ জাইগোট পরে
ক্রমান্বয়ে অঙ্গযোগ পূর্ণদেহ গড়ে।
বেড়ে উঠে নিজ রূপ অপছন্দ বলে
কাটা ছেঁড়া করে তার রূপান্তর চলে।
অঙ্গ কেটে পুরুষজন নারী হতে চায়
নারীরাও এ নিয়মে পুরুষত্ব পায়।
উচ্চতাটা কম বলে পদ হাড় কেটে
মধ্যখানে ধাতুদণ্ড ওরা দেয় এঁটে।
কালো চুলে রং মেখে করে লাল নীল
বদনখানি বদলিয়ে, গালে গাঁথে তিল।
চেহারাটা বদলে নিতে বেড়ে গেলে সাধ
সৃষ্টিধারা ভেঙে আরো করবে অপরাধ।
কাছে বসে থাকবে তবু চেনা তো যাবে না
এমনিভাবে ওরা রবে অক্ষত অচেনা!
ভ্রূণকালে দিও বুলি, বলতে যেন পারে
ধরাধামে আসতে চায়, কেমন আকারে?