বুকমরুতে বিছিয়ে দে তরুসম ছায়া
জুড়িয়ে দে অনলেতে তপ্ত দগ্ধ কায়া!
রং দিয়ে দে, রঙিন করে বর্ণহীন ছবি
ঘরে ঘরে জাগিয়ে দে ঘুমে থাকা রবি।
ভাঙ্গা মনকে চাঙ্গা কর্ বাজা বাঁশি সুরে
দুঃখ ব্যথা কষ্ট আজ রেখে আয় দূরে।
অচলাকে বাহনেতে কর্ আহবান
নব আশা নব দিশা হোক আগুয়ান।
নববর্ষের শুরুতে প্রতিজ্ঞাটা করে
অধিকার রক্ষা কর্ সকলের তরে।

*** আসরের সকল এডমিন কবি আলোচক পাঠক ও সংশ্লিষ্ট সবাইকে জানাই নববর্ষ ২০২৫ এর শুভেচ্ছা।