বন্ধ কোঠায় বন্দী আমি
কে বলেছে মন্দ আছি ?
তোমাদের সংজ্ঞায় বন্দী দশা
আমার স্বপ্নে আনে নি হতাশা !
দরজা জানালা থাকে না খোলা
দূষণ, দুর্গন্ধের নেই ঝামেলা ।
এখানে নেই হাজারো মানুষ,
বিনা কারণে খোঁজে না দোষ ।
অসময়ে কোকিল ডাকে না-
অবাধ্য হয়ে বাঁশি বাজে না,
নেই প্রেম-প্রতারণা,
নেই বিরহ-বেদনা ।
জ্ঞান বৃক্ষটি ভরে ফুলে ফলে
সৃজনশীলতা যায় না বিফলে-
আলো উপহার দেয় প্রতিভার রবি
ঐ বন্ধ কোঠায় আঁকে সূর্যের ছবি !