বই মানুষের অমর বন্ধু
যার জন্ম হয় মৃত্যু কখনো নয়;
নতুন একটি মুদ্রনে নবজন্ম তার,
যুগান্তরে লাইব্রেরীতে বৃদ্ধ জ্ঞানের আধার ৷
নবীন, প্রবীণ,
দুটি রূপের যখন যেটি প্রয়োজন
কাছে থাকে, পাশে থাকে ভরে রাখে পাঠক-মন
বইয়ের কি যৌবন নেই?
বোকার মত প্রশ্ন !
যৌবন ছাড়া বার্ধক্যে যাওয়া যায় কি?
বইমেলার সময়টি যে
ওদের গোলাপ-ফোটা যৌবনকাল তা কি বোঝনি?
রংধনুর সাত রঙে নিজেকে সাজিয়ে-
মেলায় প্রবেশ করে ডাক ঢোল বাজিয়ে,
প্রেমিকরা যায় ফিরে ফিরে
খুঁজে পায় প্রিয়াকে জনতার ভীরে ৷