ওরা চায় ওরা পায়
পাষাণের মনে মমতা জাগায়।
ওরা তৃপ্তি কিনে, মুদ্রা বিনে
দিনশেষে যায় আরেকটি দিনে।
ওরা অনন্ত কালের জীবন্ত স্বাক্ষর;
আগুনে জ্বলে না বিশ্বস্ত ভাস্কর।
ওরা লাল কালো চশমা সরিয়ে
আঁখি দুটি দেয় প্রকৃতির আলোয় ভরিয়ে।
ওরা আমন্ত্রণ করে-
অন্তিম যাত্রার আগে, এসো এই বিশোধন ঘরে।
(সত্য কথা বলা ও সৎ পথে চলা, সাম্যবাদী ও পরকালে বিশ্বাসী এবং সুন্দর মনের মানুষগণ নিয়ে আজকের ভাবনা)