ঈশ্বরে বিশ্বাস হারিয়ে, ভ্রান্ত ধারণা বাড়িয়ে
শুরু করে বিপথে যাত্রা-
একদিন পৌঁছে যায়, অজানা ঠিকানায়।
মন হয় মন্দ কর্ম প্রবণ,
ভাবনাগুলো দূষিত হয়, কলুষিত হয় কল্পনা !
ওরা ডুবে যায় অন্ধকারের অতল তলে-
ফিরে আসতে পারে না; বের হওয়ার দরজা থাকে না বলে।
চোখ থেকেও নেই চোখের দৃষ্টি !
ছড়ায় কুয়াশার ধূম্রজাল, ঝরায় যন্ত্রণার বৃষ্টি,
মুছে যায় মূল্যবোধ, মুছে যায় মানবতা।
ওরা আনন্দ পায়-
সন্ত্রাস, হত্যা, ধ্বংস আর রক্তক্ষরণে
উল্লসিত হয় মানুষের মরণে !