সোনালী আলোর সাথে
পৃথিবীর আন্তরিক আলিঙ্গন আগের মতোই।
সূর্য তাঁর অঙ্গীকার পূরণ করছে-
বাণিজ্যিক দৃষ্টির বাইরে।
দিনের আকাশে তারা দেখা যায় না বলে
প্রশ্ন???
তারারা সূর্যকে অনেক ভালোবাসে
সূর্য তা জানে
তোমরা কেনো জানলে না?
বিনা কারণে বিক্ষোভ আর রুক্ষ ভাবনার বীজ
ফাটল ফলায় জীবন-জমিতে!