সৌরভময় একটি সাদা ফুলের
স্বরূপ বদলে-
রংতুলিতে সবকটা পাপড়িকে করেছিলে রঙিন;
দিয়েছিলে নতুন একটি নাম।
বাতাস বইলে সইতে পারতে না, সুরভি সবার হবার ভয়ে।
আপন আলয়ে দরজা জানালা বন্ধ
অন্ধকারে ঘুম ঘুম আঁখি
ঘুমিয়ে পড়েছ শেষে–
দুঃস্বপ্ন!
সঞ্চয়ে অনুশোচনা!!
বাড়াবাড়ির তাপে ভালোবাসা বাষ্পীভূত হয়েছে, নিজের অজান্তে!
উড়ন্ত বাষ্প বৃষ্টি হয়ে ফিরবে কি? আগের অবস্থানে?
অবুঝের মতো অপেক্ষা...