বাংলাদেশ ইন্ডিয়াসহ সারাবিশ্বের প্রতিবন্ধী শিশুদেরকে যৌথ প্রকাশনায় একটি কবিতার বই উৎসর্গ করতে চাই। এই প্রকাশনার সাথে জড়িত শতভাগ খরচ ব্যক্তিগতভাবে আমি বহন করবো। বিগত কয়েক বছর ধরে প্রতিবন্ধী শিশুদের প্রতি আমার ক্ষুদ্র হাত দুটি খোলা রেখেছি। এবার একটু ভিন্ন কিছু উপহার দিয়ে এই নিষ্পাপ সৃষ্টিকে সম্মানিত করার আন্তরিক প্রয়াস। আসরের যে কোন আগ্রহী কবি নিজের লেখা কবিতা দিয়ে এই উৎসর্গে অংশগ্রহণ করতে পারবেন। প্রস্তাবটি গ্রহণযোগ্য হলে বইটি ‘অর্ক প্রকাশনী’র মাধ্যমে শ্রদ্বেয় কবি অনিরুদ্ধ বুলবুলের সম্পাদনায় প্রকাশ করার পরিকল্পনা আছে।
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।