ইংরেজি ভাষার প্রতি অভিযোগ নয় বরং বাংলা এবং ইংরেজি দুটো ভাষার কোনটিরই অঙ্গহানি ঘটিয়ে আহত করা সঠিক নয় বলে মনে করি। ইংরেজি দেশে অবস্থান করে আমি ব্যথিত, একটি ব্যাপারে। এদেশে জন্ম নেয়া বেশীরভাগ বাঙালি ছেলে মেয়েদের বাংলা কথায় ইংরেজি উচ্চারণ ভঙ্গি! কারন হিসেবে বলবো, এখানে শিশুরা হাসপাতালে জন্ম নেয়ার পর থেকেই ঐ ভঙ্গিটা বাস্তবে দেখতে থাকে এবং শিখতে থাকে। ফলে ধীরে ধীরে এদের মুখ, ঠোঁট এবং কথা বলার আনুষঙ্গিক অঙ্গগুলো সেভাবেই উপযোগী হয়ে উঠে।
কিছু কিছু ক্ষেত্রে পিতা-মাতা নিজ বাসায় বাংলা ভাষার সঠিক ব্যবহার এবং চর্চা রাখেন। ফলে তাদের সন্তানরাও অনুপ্রাণিত এবং আগ্রহী হয়। আমার একমাত্র সন্তান (ছেলে) কথা বলতে শুরু করেছে, আর আমি শুরু করেছি সতর্কতা অবলম্বন করতে...
হাতের ছাপ দেয়ালে লাগে
মিষ্টি কথায় ঘরটি জাগে;
কোমল কণ্ঠে 'মা' ডাকে
এমন সুখ আর কিসে থাকে?
**মায়ের ভাষা 'বাংলা ভাষা' যেন এ শিশুটির মুখ থেকে হারিয়ে না যায়, মা হিসেবে তা আমার সবচেয়ে বড় চাওয়া। আর আছে তার কণ্ঠে বাংলা কবিতা আবৃত্তি শোনার ছোট একটি স্বপ্ন !