প্রথমেই কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যুগোপযোগী একটি ওয়েবসাইট উপহার দেয়ার জন্য । বর্তমান ডিজিটাল বিশ্বে একটি সঠিক মিডিয়ার অবদান অফুরন্ত । উদাহরণ স্বরূপ বলবো এত বেশী সংখ্যক গুণী এবং অভিজ্ঞতা সম্পন্ন কবিদের সঙ্গে মত বিনিময় হওয়া এবং তাদের মূল্যবান মন্তব্য পাওয়ার সুযোগটি এই ওয়েবসাইট করে দিয়েছে । কবিতার এই আসরে আমি নতুন কিন্তু কবিদের মাঝে ধনাত্মক আন্তঃক্রিয়া দেখে সত্যি আনন্দিত । কবিদের মূল্যবান মন্তব্যগুলো কবিতার মান বাড়িয়ে চলেছে সাধারণভাবে। নতুনদের কবিতায় শব্দ চয়ন, ছন্দের মিল বা অন্য কোন অংশে কিছুটা কমতি থাকতে পারে যা ধীর ধীরে পরিপূর্ণতা পাবে বলে আশা রাখা যায় । দু’একটি মন্তব্যের ব্যাপারে একটু নির্দিষ্ট হতে চাই - যদি বলা হয় যে “কবিতাটি হয়নি” তাতে মন্তব্যের আসল উদ্দেশ্য সফল হয়না বরং কবিকে নিরুৎসাহিত করা হয়। তাই উল্লেখিত কবিতার কোন্ অংশে সংশোধন প্রয়োজন তা নির্দেশ করে নিজের মন্তব্যকে মূল্যবান এবং অর্থবহ করার অনুরোধ রইলো...
আলোচনাটি ১১৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৪/০৭/২০১৭, ০৬:১৫ মি: