পড়ন্ত বেলায় সংক্ষিপ্ত পথে চলে
সময় স্বল্পতায় অনর্থক কাজ ফেলে
শেষ যাত্রায়;
অশেষ কিছু রেখে গেলাম...
অমাবস্যার কালো তিমিরে; পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে
তৈলাক্ত সমাজের সর্বজন বিদিত সাধকরা আসবে
ওরা বহুরূপী, দেখা যায় না সাধারণ চোখে !
নিশিতে নিদ্রা ভাঙ্গবে অশনী সংকেতের তাড়ায়
ভয় পেওনা, প্রভু আছে তোমার সাথে
আর আছি-
অশরীরী আমি!
আকাশের তারারা প্রতিশ্রুতি দিয়েছে তোমার পাশে থাকবে-
ওদের কেউ আমার মত গেলে ঝরে,
তুমি যেন যেও না মরে
বাকিদের নিয়ে জীবন রেখো চলমান...