নিজস্ব আলয়ে পড়েছে আলতা রাঙা পায়ের ছাপ,
অন্তরে আজ আনন্দ লহরির নাচ!
রূপা তার নাম, আমি ডাকি ‘রূপালী’
দেখে মনে হয়, আর কিছু নয়, রং-তুলিতে আাঁকা ছবি।
কথাগুলো কয় দারুণ ছন্দময়...
যেন জন্ম থেকেই কবি।
পয়তাল্লিশ বসন্ত বিগত আমার,
তার মাত্র পঁচিশ!
বহুতলা লিফটে আমি নামি প্রতিদিন
বয়সটা কেন নামে না?
অসম সময়ের সমীকরণ করা যায় কি করে?