মে আই কাম ইন স্যার?
আসুন, আসুন
একি, দাঁড়িয়ে কেন?
রেজিগনেশন লেটার দিতে এসেছি, বসতে নয়।
হোয়াট?
স্যার, আপনার উপর আমার আস্থা আহত হয়েছে।
হোয়াট ডু ইউ মিন?
আমার সংসার আমার স্বর্গ
নিজ বাগানের ফুল দিয়ে গাঁথি মালা, পরিয়ে রাখি স্বামীর গলে।
পরকীয়ার প্রস্তাব রাখি পদতলে।

স্যারের মুখে কৃত্রিম হাসি, মনে পাশব ভাবনা-
স্বামীর সোহাগ???
ঘরে ফেরার আগেই পাবে আগুনের আলিঙ্গন।

বার্ন ইউনিটে অনিমার চিরবিদায়!!!
আমায় মনে পড়লে কাঁদিও না প্রিয়
আসিও আমার সমাধির পাশে;
ভাবিও আমি তোমারি আছি, থাকি অচিনদেশে।