অসীম নীলের অধিকারী
তবু এসেছিল তোমার ঘনীভূত একফোটা নীল নিতে!
সঞ্চয় ক্ষুদ্র, ক্ষতি নেই হৃদয় তো বড়...
দিয়ে দিলে তুমি।
যে ছিল নীলের রানী মুখে বিজয় বাণী।
চেয়ে দেখ
সে আজ হলুদ সাজে সজ্জিত;
নতুন নামে নথিবদ্ধ।
তবে কি নিজেই বুঝেছিল?
ঐ বিশাল নীল ছিল না বিশুদ্ধ?
যার উদারতা বিলীন হবে একদিন?