ধৃত আমাকে মৃত ভেবে
পাঠিয়েছিল লাশ কাটা ঘরে।
লাফিয়ে উঠে, জানিয়ে দিয়েছি
মানুষের হাতে প্রাণ হারানোর মানুষ, আমি নই।
শত ঝড় এসে, ফিরে গেছে
ঝরাতে পারেনি আমাকে…
ওই, অধমের বলয় বিনাশ করে
কদমে কদমে বধূ
তোমার এই আমি, এগিয়েছি
অনেকখানি!
আর একটি রজনী শেষে
তোমার দুয়ারে এসে উপহার দেবো,
অঙ্গীকার পূরণের অক্ষত দলিল।
আমার এক নয়ন নিয়ে গেছে তুলে
সারাটি জীবন দেখবো তোমায়
অন্য নয়ন খুলে!