পাখিদের কণ্ঠে মধুর গান, ফুলের পাপড়িরা পেয়েছে প্রাণ
উদীয়মান সূর্য, প্রবাহমান নদী !
নীল আকাশটি আজ নির্মল, মেঘ নেই তাতে
চলে এসো, তোমার কথামালা নিয়ে ।
লজ্জায় নীরব থেকো না, বলে দাও যা বলতে চাও...
শান্ত এ সময়ে, চাই না অন্য কোন কোলাহল !
এখানে আছে আশ্চর্যজনক অশেষ আকর্ষণ
ভাগ করে নিতে চাই, তোমার সাথে !!!


(পাঠকদের অনুরোধে গতকাল প্রকাশিত আমার লিখা ইংরেজি কবিতা 'Wonderful Attraction' এর বাংলা অনুবাদ করলাম)