বুকের অনিবার্য কম্পনে
চোখের স্বরচিত বিবর্ধক চশমা ঝরে পড়েছে ।
খালি চোখে পৃথিবীকে দেখছ কেমন ?
অবনীর অবয়ব,
একটি ছোট্র শিশুর মতো ।
হিমালয়ের গাত্র অতীব ক্ষুদ্র
সর্বোচ্চ বৃক্ষের উচ্চতা এক ইঞ্চি মাত্র !
একনদী জল একটি কলসের পেটে ।
বসে ভাবি তাই
কই মাছের প্রাণ নিয়ে কী গান লিখে যাই ?