অজানার আহ্বানে
সাড়া দেবার অবিরাম অভিপ্রায়।
অচেনা এই পথে, নেই কোন সহপথিক
সময়ের হাতে সুদূর সম্ভাবনা।
তৃঞ্চায় পান করবে বলে
সাথে নিয়েছ আকাশের আভায় নীল-নির্মল জল।
এতটা পথ পাড়ি দিয়েও তুমি ক্লান্ত নও,
নিখাদ শান্ত!
সকাল বিকাল সন্ধ্যাকে সাজিয়ে রঙিন কিছু দিন।
কতশত জন হতে চাইছে তোমার সাথী
আজ আসমানের রূপালী চাঁদও এনে দিতে রাজী।
কণ্ঠে বসবে বলে সুর, তাল, লয় সারি সারি
এসেছে তোমার বাড়ি।
দুধের মাছিরা কানের কাছে ভনভন করে
তোমাকে ভালোবেসে যেতে চায় মরে!!
সঞ্চয়টুকু বিলিয়ে দিয়ে
চিরচলমান তুমি আবার অজানার সন্ধানে।
তোমার তুমিকে অবিরত অভিনন্দন!!!