মনের তিন অবস্থা-
সচেতন, অবচেতন আর অচেতন
সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী অবচেতন মন।
বিশ্বাস-স্মৃতি, দক্ষতা-অভিজ্ঞতা
আশা-আকাঙ্ক্ষা, মনোবাসনা, ক্রোধ-ঘৃণা, প্রতিদিনের ঘটনা
অবাধে জমতে থাকে অবচেতন মনের গুদামঘরে!
সময়ে সময়ে,
পরিস্থিতি মোকাবেলায়, হঠাৎ কোন চাহিদায়
সরবরাহ করে ঐ সঞ্চয় থেকে।
অবচেতন মন, বিরতিহীন মেশিন...
নেই ঘুম, নেই ক্লান্তি;
মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখনও সে কাজ করে
বন্ধ চোখ ভরিয়ে দেয় বড় কোন স্বপ্নে।
সচেতন মন বলে ধূমপান মন্দ, অবচেতন মন বলে তাতেই আনন্দ।
ইতিবাচক ইনপুটে
এই মনটিকে আনা যায় নিজস্ব প্রোগ্রামের আওতায়!