নতুন নতুন খেলনা চেয়ে
শিশুরা কাঁদে যেমন-
নতুন নতুন সুখ চেয়ে তোরা কাঁদিস তেমন!
সনাতন সুখ, মডার্ন সুখ,
সুখের নানা ভার্সন;
বুকের মাঝে সুখের খনি, করলি না খনন।
তোদের জীবন কেটে যায়,
সুখের চাহিদায়
অষ্টপ্রহর প্রনষ্ট হয় নিষ্ফল খেলায়।
জন্ম নিয়ে এ জগতে বাঁচলি বছর শত
কাজে কর্মে আজও তোরা ছোট্র শিশুর মতো।
জীবনটাকে রিভার্স কর
শিশু সাইজের পোশাক পর।
শিশুর মতো কথা ক
আবার তোরা শিশু হ!