ভাঙা মেঘের মাঝে আলোর ঝলকানি
টেবিলটা উঠল হেঁসে
দুফোঁটা বৃষ্টির জল রোদে হল তাজা
   তার সাথে একে একে ডাক দিল অতিথিরা।
লাইট টেবিলকে বলল,
  "আমি প্রতিদিন আলোর আভা ছড়াই। তুমিত কেবলই অচল হয়ে বসে থাকো"।
ফেন শুনে রেগে গেল,
   বলল, "তোমার বাতিত মিটিমিট করে ধুকে।
আমার হওয়ায় তোমার ছড়ায় উজ্জ্বলতা"।
আমার আলোতে তুমি পাও নবপ্রান।
টেবিল নির্বিঘ্নে সব শুনছে।
সে অপেক্ষায় রয়েছে।
   দুজনের কোন্দলে কান পেতে রয়েছে।
এর মাঝে চেয়ার লড়ে উঠল
তাতে মানুষ বসেছে।
টেবিল বলল,
    "তোমরা দুইতো মানুষের হাতের পুতুল। আর আমরা মুখপানে সেজেগুজে শোভা পাই"।
বাড়াই ঘরের প্রকাশ।
তারপর হঠাৎ মোবাইল বেজে উঠল
   ঘরওয়ালার প্রস্থান এবার।
ফেন,লাইট বন্ধ,
চেয়ার-টেবিল আগের জায়গায়।
সবাই যেন বোবা হয়ে গেল।
   আর বসে রয়েল একাকী।
শেষে কলিংবেল ধেয়ে বলল,
  "তোমরা তো সবাই অন্যের উপর নির্ভর।
ঘর বন্ধ কিংবা খোলা আমি চালু সদা"।
সবাই যেন কথা বলার অধিকার হারিয়েছে।
এখন শুধু অচল হয়ে বসে রয়েছে আসার অপেক্ষায়।