উড়ন্ত মন ছুটন্ত দেহ নতুন খোঁজের রঙবাহারে
চায় আবেগে চায় ভালোবাসা চায় বিলাসিতা
দুচোখে জ্বলন্ত স্বপ্নে।
কবে যেন তোমায় বলেছিলাম
মনে মনে ভেবে,
দিগন্তের ওই অস্তাচলে।
অন্তরে কেবল পস্তাচ্ছি এখন
আমার পরাণ পাখি যেন আশ্রয়ের সন্ধানে।
মেলেছি স্বপ্নের উড়ান
বসেছি অনেক ডালায়
খুঁজেছি অনেক দুর্গে।
দেয়নি কাউকে কষ্ট
শুধু চালিয়েছি প্রচেষ্টা
প্রতিবারই তাড়া খেয়েছি প্রচণ্ড,
হাত বুলিয়েছি ধোঁয়াশার নিবিড় অন্ধকারে।
ঘাতের উপর আঘাত যখন ভারী
রূপের মোহরে কাউকে চেনা যায়না
বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞাপন
সবই এখন মুখ ঢাকা আড়ালে
শারীরিক সুখ যেন হয়ে দাঁড়িয়েছে ক্ষুদা।
মনে চলছে দুর্ভিক্ষ
বৈধ বিলাসের ফসল পুড়েছে।
আমার নগ্নতা যেন ঢাকা পড়েছে
পর্দার টাকার আড়ালে।
চার'দেয়ালের ভেতরের গর্জন আমাকে ডাকছে।
আমি কিন্তু এটা চাইনি
চাইনি পরাচার।
শব্দের রূপ খুঁজে পাইনা,
কিভাবে প্রকাশ করবো
তোমার দরবারে কেবল একটিবার
দাওয়াত পেতে চাই।
সুখের আবডালে বইছে পাশ্চাত্যের হাওয়া।
শুধু এখন গুপ্তচরের মতো ছুটছে মোর তৃষ্ণার্ত প্রাণ
কাগজের চড়া দামে
লিখে রেখেছি
বৈধ বিলাসের সন্ধান।