ভিড় জনতার উন্মাদনায় তরী টল টল
দরিয়া ভাসছে দুলে দুলে লহরী ছুটে চল
কে আসিবে কে আসিবে
ভরা নৌকায় পাল দিতে কে আসিবে।
যে আসিবে আসুক ভাই,মোদের কাছে কিছু নাই
তোহার গুটিটি সেজে মাদল বেজে,
আসন পেতে চাই
ভরা তরীতে শূন্য মেঘ তরুণেরা গায়,
ও তরুণেরা ও তরুণরা।
দেখরে রে ভাই দেখো যে ঠাই
কার ঠিকানা কেউ জানে নাই,
ওরে মোরা সবাই মেতে ওঠি
হায় জনতায়;
তন্দ্রা ঘোরে মেঘ বিতান সুফল কামনায়।
ওরা যে সব পাগল প্রাণ
ছুটছে না কেবল দিচ্ছে তান
ওরে বুঝেনা কারোর বাহার জলে
ঘুম খেলেছে,
ওথাই কেবলই বাজছে গান
থমকে পাহাড় শব্দে বান
তন্দ্রা বিভোরে।
মেঘ নামে সে বাদল প্রেমে
ওরা তরুণ তোমরা কোথায় থেমে
গর্জে নেমে চন্দ্র নিনাদ আকাশ ছুঁয়েছে
নিয়েছ দুআঁখি জল কুচায় করে
বেদনা কাতর তার হাতে ধরে
বর্গী ছুটেছে।
সেই যে তরী বিদীর্ণ ঘুড়ি
আকাশ বাতাসে উড়ি উড়ি
তাহার সুতো আটকে ধরে তার বুকে নেমেছে;
কোথায় গিয়ে সে মিশেছে বেলা
আকাশ বিবর্ণ হয়েছে খোলা
তরীর সাথী হয়ে দুঃখের গান গায়।
দেখছে তরীআ শূন্য দরিয়া
সহায় বেজায় আসুক না তাই ভীত প্রহরীআ
যে নামিবে জলের ঢলে
লহরী তুলবে পাড়ে ঠেলে
এটা ভজনের সময় নহে
কাহার গাজনে জমবে টিলা
তরী উলটিয়ে উলটিয়ে।
( গীতি কবিতা )