তোমার সুখের দিনটি হায় চলে যাবে
ও আমার সখী রে,
পরাণ বন্ধু অন্তর কাদে দুকূল ভাসায় জমিনে
ফিরে দেখা সাথী হয়ে কোন্ সময়টি হায়
তার আশায় বসে কেন সুখের কামনায়
ও সেই পথে চলতে চলতে বিবাগী আশায়
তার কড়া নড়েনা সরা সেই প্রতিজ্ঞায়।
ও তোমার পথটি ধূসর ফাঁপা হে আমার সখী রে,
শাওন রাতে মন খেলে একা একা পথিকে।
ধুমড় ধুমড়, ও ধুমড় ধুমড়
ধুমড় ধুমড় সরাত বাজে চাঁদের বিয়েতে
তোমার চোখের আলো ক্ষীণ চাঁদের ঝলকে
তুমি সেই ধন্যী মেয়ে যে আসিবে
চাঁদের কালিমা গায়ে মেখে দূরে সরাবে
দূরে সরাবে ও দূরে সরাবে
সোনার গড়ন হাতে নিয়ে চলে যাবে।
সেই পারেতে আমি রয়েছি,
তোমার পানে বসে রয়েছি
তুমি কত দূরে,,,,আসবেনা
হৃদয়ের ভাঙা বাশীতে
সেটা জুড়বে না,,,,, সেটা জুড়বে না।
ও তোমার গানটি হায় পড়ে থাকবে
ও আমার সখী রে
হৃদয় ভাঙা একূল ওকূল তোমার ছবির অন্তরালে।
(গীতি কবিতা)