সৃষ্টি তুমি কোথায় ?
ক্ষুদ্র বিন্দু হতে জন্ম কলেবর
মৃত্যুর কালো দাগ কাটিয়ে-
তুমি যে এসেছিল
আহা কী সেই বিকট শব্দ!
ঘুমন্ত উর্জা আলোর চেয়েও গতিতে ছড়িয়ে পড়ল।
শুরু হল পরপর জীবন - মৃত্যু সংঘাত।
সৃষ্টির গতি একে একে জন্ম দিল যে প্রাণ
সহস্রাব্দি পার করেও,
নিজের রূপ কী অক্ষত রেখেছে ?
সৃষ্টির কী করুন সংঘাত আজ হয়েছে ম্লান।
ধরা নিল সেই প্রাণ আজ বিমূর্ষ অক্লেশে
সে আজ অজয়ের মরা চড়ে গিয়ে মিশেছে
ধারে ধারে মোর চিন্তা আজ বিচলিত প্রাণ
নাই কাহারো অনুসন্ধান,
শুধু ধ্বংসের কাঁকন পায়ে বিধে-
প্রাণের ক্ষরা টানছে
সৃষ্টি তুমি কোথায় ?

কবে যে এল মনুষ্যাদি
ছোট্ট অনু হতে মহাসাগরের বুকে
পাড়ি দিয়েছে সৃষ্টির নতুন সোপান
কে জানত এরা লিখে দিয়ে যাবে,
  নতুন করে আঁকবে কোটি কোটি বছরের সেই পথ।
শুধু যে আকবে তা নয়, বদলাবেও।
বৃদ্ধ জর্জর বুকে মুছে দিবে ক্ষুদ্র প্রানাদির পথ।
মৃত্যুর এই খেলায় জীবন হয়েছে ভস্মীভূত।
সৃষ্টির অমর সন্তান যারা তারা হয়েছে মৃত।
নদী হয়েছে ঝরঝর, সাগরের কানায় জমেছে দূষণ
সৃষ্টিও আজ নিজের রূপরেখা বদলাচ্ছে।
খুঁজছে তার উপশমের বীজ।
বিজাতীদের সম্ভ্রম ধ্বংসের কালিমা টেনেছে।
জীবন আজ পথে বসে কাদঁছে
হয়তো বা পেয়েছে উত্তর, মৃত্যুর গভীর অন্ধকারে
সৃষ্টি আজ তুমি কোথায় ?