দেখেছ কি,
আটোসাটো বন্দি প্যাকেটের গায়ে বেড়িয়ে থাকা
বারুদের সেই সুতোগুলো
প্লাস্টিকের মোড়কে ঢাকা  উসখুস করছে তার প্রাণ
সে আদো নয় একা,
তার ভিতর জমা রয়েছে বারুদের সেই পাহাড়
যার কানায় কানায় জমে রয়েছে বিশ্বাস।
স্বাধীন হওয়ার সেই মুক্ত প্রচেষ্টা;
বাতাসের গন্ধে সে খুঁজে প্রাণ
মিলিয়ে যাওয়ার উদ্যম আশ্বাস।
জানে সে, কেউ না কেউ আসবে
মিটিয়ে দেবে তার তৃষ্ণা
উৎসবের মরশুমে সে ধরা দেবে নিজেকে
ওর ভুকা শরীর যেন জ্বলমল করছে
খুবলে খাচ্ছে ওকে
জানি না ওর কী দোষ ,
বারুদের উর্যায় ওর যে উদিত আকাঙ্খা
মিশে যাবে ক্ষণিকের চিরপ্রহরে, ও যেন অবুঝ ঘাতক।
পড়ে রয়েছে তার সেই অন্তিম চিহ্ন
বুক ফাটা চৈচির, এটাই তো ও চেয়েছিল।
মুহুর্তের বেদনায় বিরহের বহ্নি সে তো চাইনি।
স্বপ্নের মরশুমে আলোর রোশনাই -
কারোর দুঃখের আবহে ঝরতে চাইনি।
নিভে গেছে অগ্নি   জ্বালিও না দেশলাই
ও আর কত জ্বলবে!
জীবনের খাতায় ওর উত্তর ধুয়ে গেছে,
ওকে আর কত মুছবে।
এখন সবই তো নিস্তব্ধ, সে পড়ে রয়েছে একা,
বিদীর্ণ মাটির বুকে;
কেবলি হাঁসির ক্রন্দনে।