সার্কাসে যে বাঘটি দড়ির উপরে হাঁটছে
তার বিষদাঁত উপড়ানো
নখগুলো ভাঙা
ঠিকমতো চলতে পারে না সে
শুধু মুখে বাটি নিয়ে ঘুরে ফিরে
জনতার ক্ষণিকের মনোরঞ্জনে
জঙ্গলের কেউ তাকে এখন চেনে না
কেউ তাকে ভয় পায় না
সে যে এখন কেবল চিড়িয়াখানায়
পোষ্যতে পরিণত হয়েছে।
ভূলে গেছে শিকার করা
খায় শুধু দুধভাত।
হায়রে হে জঙ্গলের ওস্তাদ
দাঁত নখ গুড়ানো ব্যঙ্গচিত্র,,,,,,।
যে হাতিটি ঘটি নিয়ে দর্শকদের থেকে
চাঁদা চাইছে
তার শুরের আড়ালে গজ দাঁতগুলি আর নেই
তার দুই কান যেন বসানো
আর ফুরোত ফারোত করে না
কারুর দিকে ধ্যারে যায় না।
দর্শকেরা দেয় দশ আনা পয়সা
এটা দিয়েই হয় তার আহার খরচা,,,,,,।
যে মাস্টার বুনো মোষকে লাল কাপড় দেখাচ্ছে
সেটি এখন প্রায় অন্ধ
লাল রঙের ধাধালো ছায়ায় সে তেড়ে আসে
মানে সে কাউকে
শুধু গুতোতে চায় সবাইকে
তার রঙ যেন ফ্যাকাশে হয়ে গেছে
বন্য ভাব প্রায় অস্তাচলে
খুরের ধার কমেছে
শিং হয়েছে ভোতা
দর্শকের চাহিদায় নিজেকে সে ধরা দেয়
বাকি কাটে শুয়ে বসে,,,,,,।