জাগো হে হিন্দু
     ধরো এ প্রাণ
জাগো হে মুসলিম
     করো সম্মান
গড় হে মন্দির
     সেই প্রমাণ
করো হে ইবাদত
     দাও ঈমান।
দেখাও হে ক্রান্তি
     জ্বালাও মশাল
ভাঙ্গো হে বেড়াজাল
     সত্যের উজান।

জাগো হে বঙ্গমাতার সেই বীরেরা
   তোমার গ্লানি মুছবে কারা
এক সুতোতে গাঁথা সেথা
   আমি তোমরা এরা।
ওগো তোমার কোলে মেলেছি সবাই
সবার তরে আমরা যেটাই
পরস্পরের যে মোরা
   ওগো যে পরস্পরের মোরা।

যারা পড়িয়েছে মোদের পায়ে
          শিকলের বেড়ি
যারা ছড়িয়েছে মোদের নামে
          সন্ত্রাসের ঝুড়ি
ওহে পারব না থাক করব না আর
    গোলামি রূপ দাসত্ব
দেব একদিন সুদূর জবাব
    আসবে এক মুহূর্ত
ওরে দেব রে ভাই তোমার সাথে
মোদের পরশ রইবে পাশে
   মোরা যে নই আর কুঞ্চিত।

ওহে,,,

জাগো হে মেঘদূত
      করো বর্ষণ
করো এ সুফলা
      ধরো হে মন
জাগো হে তিমির
      বাঁকা এ চাঁদ
অস্থির হে মন্দির
       দাও প্রসাদ
ভাঙ্গো হে মজ্জা
     বাঁধো এ হাত
গড়ব এক সভ্যতা
     সম্প্রীতির নাম।