সামনের তেতলার মোর থেকে বাজছে সাইরেন
    এটা নয় কোনো দুর্যোগ,
           নয় বোমার হামলা
     নয় উৎসবে পদপিষ্ট এ মৃত্যু
   এটা একটা রক্তের স্রোত,
     যা আসছে-
     ঝান্ডা নিয়ে তুলবে নতুন ভোর।
  নয় শত, নয় হাজার,
          লক্ষ লক্ষ তাজা রক্ত আজ ধূসর সড়কে
   ওরা মানে নাকো কোন ব্যারিকেড
         মানে না'গো পুলিশের গুলি
আজ ঝান্ডা নিয়ে তাহাদের একটাই দাবি
     অনেক করেছে অত্যাচার,
                    কবে মিলবে আজাদি।
,,,,,,     ,,,,,,
  ,,,,,,     ,,,,,
        
      সেই ছোট্ট খুদেটা-
   যে আজ সামনে দাঁড়িয়ে
কচি তাহার আয়ু,
         চলতে পারে না সিধা
  তবুও সেই আজ করেছে
      চড়েছে সে গম্বুজে
     বিদ্ধ করেছে তার দেহ
          ছড়িয়ে দিয়েছে বিজয় কেতন
   কিন্তু তাহা বেশীদূর টিকল না
    পুলিশের গুলিতে তার দেহখানি ছিন্ন মাটিতে
        স্বপ্নের কেতন রক্তে গুড়োগুড়ি।
    ভাসছে বুকখানি গম্বুজে
      দেখিয়ে দিয়েছে মত
        আসন্ন দিনের পথ।

,,,,,  ,,,,,
   ,,,,,   ,,,,,

আমি আজ অলক্ষ্যে দাঁড়িয়ে
পুলিশের হুমকি দশ রাউন্ড গুলি
সেই দৃশ্যটি দেখে আমি হতবাক
    হে বীর সেনানী চালিয়ে যাও
   রক্তের মিছিলে তোমাদের মিছিল থামিও না
  আমি গুনছি লাশ,
       হিসেবটা অগনিত
  পারছিনা আর তাদের পাড়ে,
শ্মশান-কবরস্থান ভাসছে তাহাদের ভারে।
তোমরা চালিয়ে যাও তোমাদের প্রয়াস
  রক্তের মিছিলে গড়বে একদিন নয়া ইতিহাস
     উড়বে তোমাদের বিজয় কেতন
  আমি রয়েছি অপেক্ষায়,,,
        রক্তের মিছিলে লিখে দেব তোমাদের নাম।
,,,,,,
রক্তে লেখা রক্তে ভাষা তোমাদের অধিকার
সেই অধিকারে বানাবো দিবার শুধু জয়জয়কার।