এতদিন পরে এলে
একটু ফিরে তাকাও
মোর প্রিয়তমা
ঝড়ের ঝাপটায় কত দিন গুনেছি
কত আকাশ কেঁদেছে মোর বুকে
তোমারি ক্ষণে,
ওগো প্রিয়তমা।
তোমার আলোতে মোর ভুবনে
এসেছিল এক নয়া জোয়ার
তোমার স্পর্শে মোর পরানে
বিধেছিল কানন সমাহার।
তোমার কাছে
মোর পাশে
ও,,,,, ,,,,,
,,,,, ,,,,,
জমেছে স্মৃতির পাহাড়।
সেই আকাশে ভরা মেঘে তাই
তোমাকে যেন বারবার ফিরে পাই
মোর গহীনের এই ধূসর হৃদয়ে
রঙের ঝর্না বয়ে দাও সোহাগে।
এতদিন পরে এলে
একটু ফিরে তাকাও
তুমি মোর প্রিয়তমা
তোমার এই যৌবনে বারবার ফিরে তাকাই
ওগো তুমি মোর প্রিয়তমা।
(গীতি কবিতা)