সবুজ কেন চঞ্চল দুষ্কর
তোমার কাগনে
স্মৃতি কুশল অম্বু পুষ্কর
পদ্ম লোচনে।
ছড়িয়েছি মিটিয়েছি
দহন জ্বলন ক্রোধ নিভিয়েছি।
পদ্মা পারে হংস কাদে
সখী বিনা পাহে
আ,,, আ,,,, আ,,,
তোমায় ছাড়া গাহে।
তোমার পত্র দিয়ে ত্রিসীমানা ঘিরে
ও কালের গণ্ডি পেরিয়ে আমি
সেই কূলেরি ধারে
তোমার জবাব চাই কাহার জবাব নাই
ও সাধের আসন পেতে আমি সখের গান গাই।
আ,,,, আ,,,, আ
ও চন্দ্র্ ধরা ঝরছে ইহা তোমার আবেগে
তোমার বালা থেমে না যে বেজায় গনগনে
চন্দ্রধরণী বেজায় কঙ্কনি
ও তাহার চন্দ্রানি ঝরে ইহা,,,,,,,
হায় রে হায় ,,, হায় রে হায়।
কাহার চাহে মৌ গুঞ্জে
ফুলের পরাগ ভার
দুটি পাপড়ি ছিড়ে ফুলে
বৃন্ত কণ্টক লাল।
ও সিন্ধুঘোটক দৌড়ে সাগরের বুকে খেলে
তাহার মাঝে হিমশৈল
ভেসে ভেসে চড়ে
নৃত্য ঝরে আয়,,, ও নৃত্য ঝরে আয়
গলে গলে অদূরে
ভেসে ভেসে যায়
আ,,,, আ,,,, আ,,,,।
ও বিরহ কেন চপল কুণ্ঠিত
এই ফাগুনে
পড়ে যায় সে তো পড়ে যায়
আবার কোন্ মরশুমে।
হারিয়েছি বুজেছি
তোমার অভাব কী সেটা টের পেয়েছি।
তোমায় চেয়ে দমকা আবহে
সব ছিল ভূলেভরা মরশুমে
আ,,,,,, আ,,,,, আ,,,,,
অমিলের ভুবনে।
(গীতি কবিতা)