ও আকাশ, ভরা মায়ের কোল খালি করে যাও কেরে
দুটি হাতে তৃষ্ণা গুছায় কেবলি আঁখি ঝরে
তোমায় দেখি ভরি সখী করে ছলছল
আসবে যে অতিথি হয়ে পূরার গমন,
   ও,,,, পূরার গমন।

আমি থাকি নাহিবা আকি  বিরহলুণ্ঠিত জর্জর প্রাণ,
                 শুধু তোমারে ডাকি।
আবেগপ্রবণ মন   সংগেমর্মর
নির্মল বায়ু প্রানধ্যান তার স্বপ্নে গরগর।
   ভীতি দূর করো ও ভীতি দূর করো;
তোমার কাঁধে জমানো ভীতি তুমি দূর করো।
কেউ থাকবে না কেউ রইবে না
   ভাঙা নৌকায় পাল তুলে কেউ দেবে না।
আ,,,,, আ,,,,, আ,,,,,, আ
ও আকাশ ভরা মায়ের কোল খালি করে যাও কেরে
দুটি হাতে তৃষ্ণা গুছায় কেবলি আঁখি ঝরে।

খালি সবে দিও হাতে,
,,,,,,  ,,,,,,  ,,,,,,
দিও ফুলের মালা
মরা গাঙে কে ভাসিবে
  গঙ্গাসাগরে মেলা
ওহে তার দুপাতা আলতো করে দিও একবার
কেউ কাছে থাকলে থাকুক সঙ্গে না থাক
     ওহে সঙ্গে না থাক
     আআ সঙ্গে না থাক।

ও আকাশ খালি চোখে সাদা মেঘ কাদাও না কেরে
কার আসিবে আবার ডাক তোমার পড়ে তরে
   ও তোমার পড়ে তরে
,,,, ও তোমার পড়ে তরে।

           ( গীতি কবিতা )