আমি যখন সেদিকে ফিরে তাকাই
একটা ছায়া আমার চোখে এসে পড়ে
চলতে ফিরে দেখি
সেটাও সাথে করে চলে।
বলতে গেলে এটা শোনে না
থামতে গেলে এটা থামে না।
সে শুধু ভালবাসে সূর্যের আলো
   আর বিশাল সেই ইমারত যা,
এটাকে ধার করে রাখবে,
আলো ফুটলেই নিজেকে ধরা দেবে
নতুন পথিকের সন্ধানে
     আমার গায়ে পড়ে।
মেঘের গুচ্ছে আড়াল হয়ে থাকবে
  আর তাহার গর্জনে অপসারিত হবে।
আমার সাথে এটার রোজ হয় দেখা
   সেই সড়কে, সেই ইমারতের মাঝে।
মনের অবচেতনে জায়গা করে নিয়েছে
    তার ছায়ায় রাতে নেমে আসে ঘুম
  এখন এটাকে ছাড়া যেন বাঁচা দূরহ।
মনে হয় ও আর আমি বেশি দূরে নয়।
                -----
কিন্তু একদিন সে নিজেই গেল দূরে।
ভাঙা ইমারতের মাঝে আর সে আসে না।
    তার মিষ্টি ছায়া আর সাথে চলে না।
  বাজছে শুধু আলোর রোশনাই
  অবচেতনে বিভোর দিনের আলো
নেই তাহার শীতল ছায়া,
  চোখের আড়ালে শুধু এখন ঝলসানো রোদ
  তার অভাবে এখন নিভে গিয়েছে মোর ঘুম।