পুলক রেণু রেণু করি বলি
ঝি ঝি ডাকিয়া কভু যায়
আমি মুঞ মুঞ বলিয়া মরি
বিহঙ্গ ফুলের মধু বায়।।
মন বীণা দুরু দুরু করি চলি
তবলা বাজিয়া ওথা চায়
সেতারের সুর শুনিয়া নাচি
পুষ্পদোলায়ে সরে যায়।।
নদীর বক্ষ ধু ধু ধূসর
মর্মে উজার চড়া বালি
কূলে গেথে নিষ্কণ্টক ঝোপের বহর
নদীর উজানে ভেসে যাই।।
ধোপা ধাপ ধাপ বলিয়া ডাকি
ভিজে নিচোড় থাবড়ায়
সারি সারি রঙিন সাজিয়া উঠি
খর তাপে অন্তর জোড়ায়।।
ট্রেনের দড়ি সেথা টেনে দাড়ায়
বাজিয়া উঠে হেডলাইট
জ্বলে ওঠে সমবায়।।
সেই মুহূর্ত আমি বহন করি
তার আলোতে হৃদয় ভরি।।
শশী ভুবন ধারণ করে একা
যামিনী পূর্ণিমা কালো ছায়
নিশীথ ভরা দুটি আখি
ভরা মেঘে হেঁসে যাই।।
মন বিনোদনে সেজে ওঠি
বিজ্ঞাপনের রঙবাহারে
তাহার পোস্টারে আমি শোভা পাই
চেনা পর্দার আড়ালে।।