তোমার কোলে মাথা গুঁজে,
তোমার কোলে মাথা গুঁজে,
            ,,,,,,,,,,
সেই রাতে কাটাবো দুই প্রহর,
সেই রাতে ভাসবে হৃদয়
তোমার কোলে যত্ন আমি
নদীর মায়া জমবে কোথায়
সারাদিন যে শুধু ডেকেই যাই
      তোমার স্বপ্নে ভরা হৃদয়।

সারাদিন ডেকে ডেকে রাত্রি আবেগে,
ফুলঝুড়ি তার হবে বিতান কাহার স্পর্শে
ওহ সেই রাতে হারিয়ে যায় তোমার দুটি চোখ
সারাদিন যে শুধু ডেকেই যাই
     তোমার স্বপ্নে ভরা হৃদয়।
ওহ তোমার কোলে মাথা গুঁজে
তোমার কোলে মাথা গুঁজে,
সেই রাতে কাটাবো দুই প্রহর
সেই রাতে ভাসবে হৃদয়।

কই বেলা তার চলা কার আশায়,
স্বপ্ন মন গায় তপন তাহার ধরায়
ওহ তাহার আমেজ ফুরিয়ে যায় কাহার দণ্ডে
সারাদিন যে শুধু ডেকেই যাই
      তোমার স্বপ্নে ভরা হৃদয়।
ওহ তোমার কোলে মাথা গুঁজে
তোমার কোলে মাথা গুঁজে,
সেই রাতে কাটাবো দুই প্রহর
সেই রাতে ভাসবে হৃদয়।

তোমার কোলে মাথা গুঁজে,
তোমার কোলে মাথা গুঁজে,
          ,,,,,,,,,,,
সেই রাতে কাটাবো দুই প্রহর,
সেই রাতে ভাসবে হৃদয়
তোমার কোলে যত্ন আমি
নদীর মায়া জমবে কোথায়
সারাদিন যে শুধু ডেকেই যাই
      তোমার স্বপ্নে ভরা হৃদয়।

          (গীতি কবিতা)