কবে তোমায় পেলাম
কবে তোমায় বললাম
তোমাতে - তোমাতে তোমায় দেখলাম।
সাথীহীন আমি শুধু বসে তাই
তোমারি আসাতে আমি খুঁজে পাই।
বসন্তের কোকিলও তোমায় ডাকে
ভরা ভাদরে বসে শুধু কাদে।
কবে তোমায় পেলাম
কবে তোমায় বললাম
,,,,,, ,,,,,, ,,,,,,।
দিনের হাঁসি বাজবে বাঁশি তোমার সাথে মিলে
ওগো তোমার ছোঁয়ায় পাড় হয়ে যাই
সুরের সাতকাহনে।
কোথায় কবে চললাম যেথা তোমার অভিসার
হাতটি ধরলে করি অনুভব ফুলের বাহার।
এখন কেবলি জ্বলে তোমার প্রদীপ।
দেখতে চাই একটিবার তোমায় প্রাণ ভরে
রূপের জলসায় গেয়ে ওঠি সেই দিন কাহারে
তোমার পরশ হৃদয় জোগায় একটি আশা
ভোরের চিত্রে ভেসে বেড়ায় সুখের কুয়াশা।
তোমারি আমিতে উড়তে চাই তাই বসব তখন
শুনো অবুঝ মন
মানতে চায়না সে যখন
চিত্তের কোণায় আলতো বসে
ও ,,,,,, ,,,,,, ,,,,,,
চলে যাব আমি কবে কখন।
হে,,,
কবে তোমায় শুনলাম
কবে তোমায় গাইলাম
তোমাতে তোমাতে তোমায় দেখলাম।
বেজেছে এ ধ্বনি গভীর রাতে
শীতের সকাল আমায় ডাকে
তুমি - তুমি বলে আমায় পাশে।
(গীতি কবিতা)