ডালিম গাছে কাকের বাড়ি
বড্ড থাকে একা,
কুড়িয়ে এনে জমা করে
খায় শুধু ছিটেছাটা।

উঁচুতে উড়তে পারে না সে
করে শুধু আর্তনাদ,
স্বপ্ন দেখে করে ক্রন্দন
একদিন যে ছিল পক্ষীরাজ।

স্বপ্নের উড়ানে মেলত পাখা
ছোঁ মারা ছিল তার নৃত্য কাজ,
এখন ডালিম গাছে মাথা গুঁজে
তার পাখা দুটি হয়েছে বেজায় অসাড়।

একদিন দেখল গাছের কোণে
অন্ধ টিয়া ডালিম খায়,
কাকের ছেড়া পাখায় গুছিয়ে বাসা
শুধু চড়তে পাড়ে না হায়।

কাকের বেজায় কৌতূহল
শোনাল,
"তুমি তো অন্ধ,
  আমার বাসায় তুমি বাড়ি করেছ কীভাবে ?"
   টিয়া উঠল চকরে,
  বলল,
"আমার তো কেবলি হয়েছে দৃষ্টান্তর,
   চোখ থেকেও তুমি যে বাড়িহীন ?"

কাকে দিল কেঁদে
টিয়ার হল মায়া!
আলতো পায়ে হেঁটে হেঁটে-
   দিল ডালিম ঠোঁটে।
দুজনেই দুজনের ভরসায়,
  লয়ে বাদ নেই যে শুধু প্রকৃতি;
কাকের বাড়িটি হল নতুন
নয়া অতিথির আসনটি।