তোমার সাথে মোর দেখা
সুফল মধুর ছোঁয়ায় আঁকা
মোদের সেই ভাবের গভীর
    আবেগঘন সময়
আমার দেখা তোমার চাওয়া
    মিলনসাগর রতন।

হঠাৎ যদি তোমার সাথে
সময়ের বাহন বইছে পাছে
তোমার সুরে গাইব একা
    সেই সাগরে আমি
আমার ভুবন সদা তোমার
    শুধু তাই বলি।

জড় মনের ভাঙছে হৃদয়
স্বপ্ন একা দেখছে সদয়
আমার সাথে তোমার দেখা
     হঠাৎ যদি বলি
মোর জীবনে পাশে থেকো
     আমি এখন চলি।

হঠাৎ যদি নীল পাখিটা
ধোঁয়ায় ঘেরা সেই আকাশটা
মনের চাওয়া গেল উপচে
     বারির ধারায় যখন
তোমার সাথে থাকবো আমি
     মনের সাথি তখন।

বাঁধব দুজন মোদের সংসার
মিলনের নগরে ভাসব বারবার
যদি হঠাৎ বিরহে কাদি
   কার কাননে প্রখর
সবুজ চাওয়া ভাসবে মনে
   হৃদয় বীণা এখন।